প্রেমের জয়গান গাও, হৃদয়ে আনন্দ ধারা ঢালো। চোখে ফুলের কান্না, মনের আলো প্রকাশ করো। শহরের পানির ঝর্না, প্রেমের আবেগ বিকেলে ছড়ানো। আমার প্রেম নজরুলের শব্দে জাগানো।।
বাংলার মাতৃভাষায় তাড়াতাড়ি ভাষণ দিতে হবে। কে বলে, সূর্য দেয়, আলোচ্ছাদন করো! বাংলার আদর্শ হৃদয়, কাজীর মন জীবিত হোক। মাতৃভাষায় ভাষণ দেও, কাজীর শব্দ পূর্ণতা পাও।